স্নান করতে নেমে দামোদর নদে তলিয়ে গেল তিন পড়ুয়া : দুই জনের মৃতদেহ উদ্ধার

18th November 2020 10:32 am বাঁকুড়া
স্নান করতে নেমে দামোদর নদে তলিয়ে গেল তিন পড়ুয়া : দুই জনের মৃতদেহ উদ্ধার


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : স্নান করতে গিয়ে তলিয়ে গেল তিন কিশোর মেজিয়া দামোদর নদে।  দামোদরের মথুরাচন্ডী ঘাটে তলিয়ে যাওয়া তিন বন্ধু র মধ্যে দুুই জনের মৃতদেহ উদ্ধার হল  । বিপর্যয় মোকাবিলা বাহিনী ঐ মৃতদেহ উদ্ধার করে। 
মঙ্গলবার রানীগঞ্জের এক বেসরকারি স্কুলের একাদশ শ্রেণীর তিন ছাত্র প্রাইভেট টিউশন পড়ার নাম করে নদীতে স্নান করতে যায় । সময়ে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজ শুরু করে। তারা নদীতে এলে দেখে ছেলেদের জামা প্যান্ট একজায়গায় ছাড়া রয়েছে।কিন্তু তারা নিঁখোজ । এরপর খবর যায় রাণীগঞ্জ থানায় । ডাকা হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী কে। গতকাল সন্ধ্যায় তারা একপ্রস্থ চেষ্টা করলেও কাউকে উদ্ধার করতে পারেনি। আজ সকালে ফের উদ্ধার কাজ শুরু হলে দুই জনের দেহ উদ্ধার হয়। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া । ডুবে যাওয়া ওই তিন ছাত্র রানীগঞ্জের জ্ঞান ভারতী স্কুলের রোশন সিং ভগৎ পাড়ার বাসিন্দা, অভিষেক মিশ্র কেজি লেনের বাসিন্দা ও অভিষেক মাহাতো বলে জানা গিয়েছে । এদের প্রত্যেকের বয়স ১৭ বছর। অন‍্য কিশোরের খোঁজে বিপর্যয় মোকাবিলার টিম ডুবুরি নামিয়ে তল্লাশি চালাচ্ছে।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।